Image description

রাজধানীর শাহবাগ ও শহীদ মিনার এলাকায় আগামীকাল রোববার (৩ আগস্ট) ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের কারণে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই দিনে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীসহ নগরবাসীকে বিকল্প পথ ব্যবহার এবং পর্যাপ্ত সময় নিয়ে গন্তব্যে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের 'ছাত্র সমাবেশ' শাহবাগ মোড়ে এবং এনসিপির 'জনসমাবেশ' কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এর ফলে এসব এলাকায় ব্যাপক জনসমাগম ঘটবে এবং যান চলাচল সীমিত থাকবে।

ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব পথ এড়িয়ে বিকল্প পথে যাতায়াত করতে হবে:

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে আসা যানবাহনগুলো শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড ব্যবহার করবে।

কাঁটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা যানবাহনগুলো শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং থেকে আসা যানবাহনগুলো শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড অথবা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) ব্যবহার করবে। কাকরাইল মসজিদ ক্রসিং থেকে আসা যানবাহনগুলো শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে।

টিএসসি/রাজু ভাস্কর্য: নীলক্ষেত বা দোয়েল চত্বর থেকে আসা যানবাহনগুলো শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর বা নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের সংলগ্ন রাস্তা: এই দুটি এলাকার সংলগ্ন রাস্তাগুলো যথাসম্ভব পরিহার করার অনুরোধ করা হয়েছে।

ডিএমপি বিশেষ করে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো ভোগান্তি এড়াতে হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে।