Image description

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই চার নেতার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন চার নেতা।

রোববার (২৭ জুলাই) বিকেলে আসামিদের আদালতে তোলা হয়। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা তাদের দিকে তেড়ে যান। আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে নানান রকম স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে আসামিদের লক্ষ্য করে ‘জুলাই ব্যবসার দিন শেষ’; ‘জুতা মারো তালেতালে-চাঁদাবাজের দুই গালে’; ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দেন।

গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত তিন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত এক নেতা রয়েছেন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

শুনানিতে তিনি বলেন, আসামিরা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। এনসিপি নামে নতুন সংগঠন আমাদের ছোট ভাইরা করেছে। এদের মধ্যে কিছু লোক চাঁদাবাজি করে সেই চাঁদাবাজির দায় বিএনপির ওপর চাপাচ্ছে। আর এরা বলে ‘চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’। এদের রিমান্ডে দিলে এনসিপির ভাবমূর্তি ফিরে আসবে। শহীদদের আত্মা শান্তি পাবে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম।

এ সময় রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকুল বলেন, এরা ন্যাশনাল চিলড্রেন পার্টি করেছে। আগে এদের খাওয়ার টাকা ছিল না, এখন পাজেরো নিয়ে ঘোরে। এই চাঁদাবাজির মূল হোতাদের চিহ্নিত করার জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।’