Image description

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ১৪ বছর বয়সী রোকন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার এই ঘটনায় তার এক বছর বয়সী বোন আয়েশা মারা গিয়েছিল। এ নিয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুজনে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রোকনের শরীরে ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় রোকনের বাবা মো. রিপন (৩৫), মা চাঁদনী (২৮) এবং ভাই তামিম (২২) এখনও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। রিপনের শরীরে ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ এবং তামিমের ৪২ শতাংশ পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদের সকলকেই আইসিইউতে রাখা হয়েছে।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, তার ভাগিনা রিপন পেশায় ভ্যানচালক। গত শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের ঘরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাদের ধারণা, গ্যাস লিকেজ থেকেই এই দুর্ঘটনা হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসকরা তাদের পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন।