Image description

সুনামগঞ্জে প্রস্তাবিত সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান পরিবর্তনের দাবিতে পাঁচটি পরিবেশবাদী সংগঠন যৌথভাবে মানববন্ধন করেছে। মঙ্গলবার শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, "হাওর ভরাট ও পরিবেশ ধ্বংস করে নয়, বিশ্ববিদ্যালয় হতে হবে পরিবেশবান্ধব।"

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন আন্তঃউপজেলা অধিকার পরিষদ এবং হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা জানান, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস মৌজায় প্রস্তাবিত ১২৫ একর জমি মূলত বোরো আবাদ ও জলাশয়ের অংশ। এই জমি ভরাট করা হলে "দেখার হাওর"-এর বিশাল জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া, পানির পথ বাধাগ্রস্ত হওয়ায় কৃষি ও মাছের চাষও হুমকির মুখে পড়বে।

বক্তারা বলেন, "আমরা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় চাই এবং স্বেচ্ছাশ্রমও দিতে প্রস্তুত আছি। তবে ক্যাম্পাস এমন স্থানে হতে হবে যেখানে হাওরের প্রাণবৈচিত্র্য নষ্ট হবে না।"

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২৫ একর জমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করলে প্রশাসনিক অনুমোদন মেলে। তবে স্থানীয়দের আন্দোলন ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বর্তমানে জমি অধিগ্রহণ প্রক্রিয়া স্থগিত রয়েছে।