
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সার্বিক পরিস্থিতি’ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।
তিনি বলেন, ছাত্রদল ও বাগছাস বিভিন্নভাবে মব তৈরি করছে। তারা দাবি করছে, শিবির এবং ছাত্রী সংস্থা ভোট চুরি করছে। তবে তিনি বলেন, “ওভারঅল যা আমি দেখতে পাচ্ছি, তা অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রশাসনের চরম ব্যর্থতার পরিচায়ক।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন শিবির নেতা মাজহারুল ইসলাম।
Comments