Image description

দেশব্যাপী চলমান প্রকৌশল অধিকার আন্দোলনে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তি বলা হয়, দেশে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের আবেদন বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে স্থগিত হওয়া পরীক্ষার গ্রহণের তারিখ ও সময়সূচি বিভাগীয় নিয়ম অনুযায়ী ঘোষণা করা হবে।