
রোহিঙ্গা সমস্যার কোনো সম্ভাব্য সমাধান না থাকাই বর্তমানে বাংলাদেশের জন্য ‘কঠিনতম সংকট’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (দায়রা)।
তৌহিদ হোসেন বলেন, "আমাদের হাতে এখনো কোনো কার্যকর সমাধান নেই। যত দিন যাচ্ছে, সমস্যা ততই দীর্ঘায়িত হচ্ছে। আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শিশু ও তরুণ প্রজন্ম দ্রুত বাড়ছে। তারা ক্যাম্পজীবনে আর থাকতে চাইবে না। বিদ্যমান ব্যবস্থাকে তারা মেনে নেবে কিনা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।"
তিনি আরও বলেন, যখন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ শুরু করেছিল, তখন থেকেই তিনি বলেছিলেন এই সংকট দীর্ঘস্থায়ী হবে, কারণ মিয়ানমারের সামরিক জান্তা তাতমাদোর মূল লক্ষ্যই রোহিঙ্গাশূন্য মিয়ানমার তৈরি করা। তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো সুযোগ নেই।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বরাজনীতির চিত্র দ্রুত বদলে যাচ্ছে। ইসরায়েলের গাজায় হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আক্রমণ সবই ভূরাজনৈতিক বাস্তবতার ফল। তিনি এশিয়ার শক্তি-ভারসাম্য নিয়েও দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরেন। একসময় ভারত-আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক দৃঢ় থাকলেও, ট্রাম্পের শুল্কনীতির পর থেকে ভারত-চীন এক ভাষায় কথা বলতে শুরু করেছে, যা এশিয়াকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিচ্ছে।
সব সংকটের মাঝেও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে আশাবাদী হওয়ার কথা জানান। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে তরুণ নেতৃত্ব যেভাবে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, তা একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশে ‘ভিশনারি রাজনীতি’ গড়ে উঠবে এবং এর জন্য শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক শিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ভালো কর্মী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
Comments