
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে টানানো সব প্রচারণামূলক বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচারণা শুরুর নির্ধারিত দিন থেকে আচরণবিধি অনুযায়ী প্রচারকাজ চালানো যাবে। এর আগে টানানো সব ব্যানার ও বিলবোর্ড সরিয়ে নিতে হবে।
Comments