Image description

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ গণ-অনশন শুরু হয় যা পরে আমরণ অনশনে পরিণত হয়। এ পর্যন্ত প্রথমে রাত ৮ টার দিকে তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে কিন্তু সময় গড়িয়ে রাত ১২টার দিকে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের হাসান, ওমর ফরুক, ব্যবস্থাপনা বিভাগের মুইজ, মাইশা, নাফিক, আজিজ, ইশারুল, মিলন, আলামিন, সমাজবিজ্ঞান বিভাগের রায়হান, সাদমান, আবু সাঈদ। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে বলে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ্ আলী।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, "আমরা সকাল থেকে গণ-অনশন শুরু করেছি এবং এখন আমরা আমরণ অনশনের ঘোষণা দিয়েছি।" 

তিনি জানান, আগামীকালের একনেক সভায় ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। "আমাদের একটাই কথা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আগামীকালই তার অনুমোদন চাই।

শিক্ষক ও কর্মকর্তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম জানান, তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি একনেকে প্রকল্পটি পাস না হওয়া পর্যন্ত চলবে।

প্রক্টর আরও বলেন, "আগামী ১৭ আগস্ট একনেকের সভা আছে। সেদিন আমরা ক্যাম্পাসে অবস্থান করব। যদি দেখি একনেকে পাস না হয় তাহলে আমরা তাৎক্ষণিক লাগাতার আন্দোলনে চলে যাব।"

তিনি বলেন, বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ৯ বছর ধরে বঞ্চিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে। যদি একনেকে নেতিবাচক সিদ্ধান্ত আসে তবে এর বিস্ফোরণ ঘটবে এবং এর দায় সম্পূর্ণভাবে সরকারের সংশ্লিষ্ট মহলকে নিতে হবে। তিনি ষড়যন্ত্রকারীদেরও এর জন্য দায়ী করেন।

ভারপ্রাপ্ত প্রক্টর জানান, তারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং সরকারের কার্যক্রমে পূর্ণ আস্থাশীল। তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের দুর্দশার দিকে নজর দেবে এবং প্রকল্পটি পাস করবে। একই সাথে তিনি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।