
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ৮৩ জন শিক্ষার্থী ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই ফিস্টে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ঘটনা তদন্তে হল প্রশাসন দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে এই খাবার খেয়েছেন। বিজয়-২৪ হলের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে ফেসবুকে জানালে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খাবার খেয়ে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। কারও গ্যাস্ট্রিক, কারও ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত। কেন এমন হলো তা খতিয়ে দেখতে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বিজয়-২৪ হলের মোট আবাসিক শিক্ষার্থীর সংখ্যা ৪৬৪ জন।
Comments