কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীরা।
সকালে অনুষদের প্রবেশ পথ গুলোতে তালা দিয়ে এই কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি, ডেইরি, নিউট্রিশন ও জেনেটিক্স ডিপার্টমেন্টের লেকচারার পদে অ্যানিম্যাল হাজবেন্ড্রি বাদ দিয়ে ডিভিএম ও কম্বাইন্ডদের উল্লেখ্য করে সার্কুলার দেয়া হচ্ছে। কিন্তু এই সাবজেক্টগুলো এনিম্যাল হাজবেন্ড্রির কোর সাবজেক্ট। সেই সাথে ভেটেরিনারি কাউন্সিল আইনেও ভেটেরিনারির সংজ্ঞাতে উৎপাদন সংশ্লিষ্ট সকল বিষয় প্রবেশ করিয়ে অ্যানিম্যাল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের কর্মপরিধি সংকুচিত করা হয়েছে।
প্রাণীসম্পদ উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতে অ্যানিম্যাল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্সের সমন্বয়ে দ্রুত কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবি জানান শিক্ষার্থীরা।
Comments