Image description

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনাকে ‘পুরনো ফ্যাসিবাদী সরকারের ভুলত্রুটির বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

রোববার (২৭ জুলাই) দুপুরে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ” উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

ফরিদা আখতার বলেন, “পুরনো বিমানে প্রশিক্ষণ চালানো আজকের দুর্ঘটনার একটি বড় কারণ। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ফ্যাসিবাদী কাঠামো এখনও আমাদের সমাজে সক্রিয় রয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন করিনি, কাঠামোগত রূপান্তর প্রয়োজন ছিল, যা এখনও হয়নি।” 

তিনি আরও বলেন, “আমরা এখন একটি নতুন ধরণের সংগ্রামের মধ্যে আছি। তবে এ সংগ্রাম জনগণ বনাম সরকার নয়। বর্তমান সরকারের সময় অনেক আন্দোলন শুরু হয়েছে এবং আমরা সেগুলোর শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট। সরকার চাইলেও সবকিছু এককভাবে করতে পারছে না, তবে একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছি।” 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় জুলাই আন্দোলনে আহত ৯ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিলো তখন তাদের পাশে সর্বপ্রথম দাড়ায় আমাদের শিক্ষার্থীরা। অন্যায়ের বিরুদ্ধে গবি শিক্ষার্থীরা সর্বদাই সোচ্চার। ভবিষ্যতেও তাদের এ লড়াই জারি থাকবে বলে আশা করি।' 

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের প্রবেশদ্বার সংলগ্ন শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ করার বিষয়ে ট্রাস্টি বোর্ডের কাছে জানানো হবে। গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণ পুরুষ ডঃ জাফরুল্লাহ চৌধুরী আদর্শ, দর্শন এবং লক্ষ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো।' 

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, 'জুলাই আন্দোলনে শহীদদের জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। সরকারের কাছে আমাদের অনেক দাবিদাওয়া থাকে। সবসময় যৌক্তিক দাবি করার চেষ্টা করবো। মুগ্ধ, আবু সাঈদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবেনা। সুন্দর দেশ গড়তে সকলের ভূমিকা রাখতে হবে।' 

অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় গবি শিক্ষার্থীদের জুলাই গণ-আন্দোলনকে ঘিরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এরপর আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। 

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।