Image description

চাঁদপুরে এক নবজাতককে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জীবিত শিশুটিকে মৃত বলে দাবি করে পৌর কবরস্থানে দাফন করতে দিয়ে যায় এক অজ্ঞাত যুবক। কিন্তু দাফনের মুহূর্তে আজানের শব্দে শিশুটি নড়ে ওঠে। স্থানীয়রা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে, দুপুরে চাঁদপুর শহরের পৌর কবরস্থানে এই অমানবিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে প্রায় ৩০-৩৫ বছর বয়সী এক যুবক একটি কার্টনে করে শিশুটিকে কবরস্থানে নিয়ে আসে। শিশুটি মৃত বলে দাবি করে দ্রুত দাফনের পরামর্শ দিয়ে সে পালিয়ে যায়। কিন্তু দাফনের আগে যখন আজান দেওয়া হয়, তখন শিশুটি নড়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতকটিকে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করান। কিন্তু গভীর রাতে সেখানেই শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে হাসপাতালে ভিড় জমান।

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ছিল মাত্র ৮০০ গ্রাম এবং একই দিনে তার জন্ম হয়েছিল। প্রথমে তার অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, যুবকটি শিশুটিকে মৃত বলে দ্রুত দাফনের পরামর্শ দিয়েছিল।

এদিকে, চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে শিশুটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত করা হয়নি। রোববার রাতে নবজাতকের জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ঘটনাটির তদন্ত গুরুত্বের সঙ্গে করা হচ্ছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।