Image description

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক দুটি অভিযানে ১৭৪ কেজি (৪ মণ ১৪ কেজি) গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. লালন (২৫), মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), আব্দুল ওয়াদুদ (২৫), মো. ফজের আলী সোহেল (২৯)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ লালন ও সাবেরুলকে আটক করা হয়।

অন্যদিকে, একই স্থানে সকাল সাড়ে ৬টায় নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ আব্দুল ওয়াদুদ ও ফজের আলী সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও নাচোল উপজেলার বাসিন্দা। উভয় ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।