সুনামগঞ্জে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারক নিহত

সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক জমিরুল হক জুয়েল মিয়া (৩৫) ও মো. শবদর আলী (৩৬) নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টারদিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জায়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি নিয়ে জগন্নাথপুর উপজেলায় যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট জয়কলস এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মো. শবদর আলীকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে মানবকণ্ঠকে জানান, নিহতদের মরদেহের সুরতহাল তৈরীর পর মরদেহগুলোর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments