Image description

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা মন্তব্য করেছেন যে, স্বাধীনতাবিরোধী শক্তিরা বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করছে। শনিবার রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, যদি জাতীয় পার্টি নির্বাচনে না থাকে, তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি এবং গণঅধিকার পরিষদের মতো দলগুলো একসঙ্গে থাকতে চাইবে। আর বিএনপি থাকবে একা। যদি এই দলগুলো পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিএনপি একা হয়ে পড়বে এবং এককভাবে অনুষ্ঠিত নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে এবং যারা 'মব ভায়োলেন্সে' নেই, তাদের বাঁচানোর জন্য বিএনপিকে একটি ভূমিকা পালন করতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে।

মোস্তফা বলেন, সরকার যদি 'মব সন্ত্রাস' নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সামনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, বর্তমানে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, দলীয় অফিসে হামলা এবং দিনে-দুপুরে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। এমনকি বীর মুক্তিযোদ্ধাদেরও হাতকড়া পরিয়ে জেলে পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কি না, তা নিয়ে সবার মনে প্রশ্ন রয়েছে।

মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। তিনি বলেন, যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজের কোনো সমর্থক জাতীয় পার্টিতে যোগ দেন, এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ না থাকে, তবে তাদের যোগ্য মনে হলে মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, "আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই তা করব।"

তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো আইনি বাধা নেই। একটি পক্ষ ভুল ধারণা চাপিয়ে দিয়ে জাতীয় পার্টির রাজনীতি স্তব্ধ করার চেষ্টা করছে, এবং তারা তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত। এই মতবিনিময় সভার মাধ্যমে আগামী নির্বাচনের জন্য বিভাগের আট জেলার সম্ভাব্য প্রার্থীদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে।