Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সিলেটের বিয়ানীবাজার থানায় কর্মরত ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাদের প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন: সার্জেন্ট দেবাশিষ এবং এটিএসআই সাঈদ।

ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির ভেতরে এক পরিবহন চালক এটিএসআই সাঈদের হাতে থাকা খাতার মধ্যে ১ হাজার টাকার দুটি নোট দিচ্ছেন। টাকা লেনদেনের পর সাঈদ সার্জেন্ট দেবাশিষকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন।

ওসি আশরাফুজ্জামান জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।