Image description

চার বছর বয়সী শিশু সাদাব হোসেনের নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা গফরগাঁও রেললাইনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে বিভিন্ন রুটের ট্রেন আটকা পড়ে এবং হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাদাব হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া এবং পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর বিকেল ৩টা ৫ মিনিটে জামালপুর এক্সপ্রেস গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত ১১ জুলাই গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে শিশু সাদাব নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে। প্রথমে ২০ হাজার, পরে এক লাখ টাকা দাবি করা হয়। নিখোঁজের চার দিন পর, ১৫ জুলাই পাশের জঙ্গল থেকে শিশুটির তিন টুকরো মরদেহ উদ্ধার করা হয়। এই নির্মম হত্যাকাণ্ড স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। শিশুটির পরিবারের সদস্যরা এখনও এই ভয়াবহ ঘটনা বিশ্বাস করতে পারছেন না।