
সুনামগঞ্জের ছাতকে স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের মারামারিতে আল আমিন (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে।
নিহত আল আমিন উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ডালারপাড়) গ্রামের আক্কাস আলীর ছেলে। প্রায় ১০ বছর আগে তার সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নভাগিকান্দির গ্রামের আব্দুল কাদিরের মেয়ে দিলারা বেগমের বিয়ে হয়।
জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। দিলারা বেগমের পরিবারের অভিযোগ, আল আমিন যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
বুধবার সকালে আল আমিন তার স্ত্রী দিলারাকে মারধর করলে দিলারার মা ময়মুন নেছা এবং দুই ভাই আব্দুল্লাহ ও আব্দুর রহমান বিকেলে আল আমিনের বাড়িতে যান। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় আল আমিনকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, বোনকে নির্যাতনের জেরে তার ভাইয়েরা বোন জামাইকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
Comments