হোসেনপুরে বিএনপির সম্মেলন পণ্ড, নতুন কমিটি গঠনে ব্যর্থ

দীর্ঘ ২৩ বছর পর নতুন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলন হট্টগোল ও উত্তেজনার কারণে পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) নতুন কমিটি গঠন করতে ব্যর্থ হয় উপজেলা বিএনপি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কেন্দ্রীয় ও জেলা নেতারা সভামঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।
জানা যায়, সকাল ১০টায় স্থানীয় নতুন বাজার ঈদগাহ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন থেকেই নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান এবং হট্টগোল শুরু করে। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এবং যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সবুজের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষের হুমকি-ধমকি এবং উত্তপ্ত পরিস্থিতির কারণে একপর্যায়ে কেন্দ্রীয় ও জেলা নেতারা সভামঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন।
পরিস্থিতি আরও খারাপ হলে এবং সংঘর্ষের আশঙ্কায় আয়োজকরা দ্বিতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, "উত্তপ্ত পরিস্থিতির কারণে দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে। সুবিধাজনক সময়ে আবারও সম্মেলন অনুষ্ঠিত হবে। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান আহ্বায়ক কমিটিই দায়িত্বে থাকবে।"
Comments