
লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় কারাবন্দি যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনের ফেইসবুক থেকে একটি পোস্ট করা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পোস্টে লেখা হয়েছে, “আমি যেই মাপের লোক আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি (ফাঁসাইতি), বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি।” এই পোস্টে তিনি যে অস্ত্র দিয়ে তাকে ফাঁসানো হয়েছে, সেটির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ফরিদ উদ্দিনের ফেইসবুক প্রোফাইলে পোস্টটি দেখে মনে হচ্ছে তিনি নিজেই এটি লিখেছেন। কিন্তু কারাগারে থাকা অবস্থায় মোবাইল ব্যবহারের সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল বলেন, কারাগারে মোবাইল ব্যবহারের কোনো সুযোগ নেই এবং ফরিদ উদ্দিনের রিমান্ড শেষে রোববার তাকে কারাগারে আনা হয়েছে। তিনি যদি কোনো স্ট্যাটাস দিয়ে থাকেন, তবে তা বাইরে থেকেই দেওয়া হয়েছে।
সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফও একই কথা বলেছেন। তিনি জানান, রায়হান রিমান্ডে থাকা অবস্থায় মোবাইল ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তিনি ধারণা করেন, রায়হানের পরিবারের কোনো সদস্য তার মোবাইল থেকে এই পোস্টটি দিয়েছেন।
গত ১০ আগস্ট রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফরিদ উদ্দিনকে তার বাড়ি থেকে একটি একনলা বন্দুকসহ আটক করা হয়। পরদিন তাকে অস্ত্র আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ আরও ১৪টি মামলা রয়েছে। একই দিনে কেন্দ্রীয় যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে।
ফরিদ উদ্দিনের ওই পোস্টে তাকে ধরিয়ে দেওয়া ব্যক্তির বাড়িতে অভিযান চালানোর জন্য সেনাবাহিনীর প্রতি অনুরোধও জানানো হয়েছে। পোস্টটি পরবর্তীতে সংশোধন করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও লিংকও শেয়ার করা হয়েছে।
Comments