কলাপাড়ায় বন্যায় প্লাবিত এলাকাবাসীর ভেলায় ভেসে অভিনব প্রতিবাদ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গণগবেষক মোসা. হালিমা আয়শা। এছাড়া বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহীন মোল্লা, বেল্লাল হোসেন, রোকেয়া বেগম এবং তৃতীয় শ্রেণির ছাত্র নাইম প্রমুখ।
লিখিত বক্তব্যে হালিমা আয়শা বলেন, “পশ্চিম লোন্দা গ্রামের প্রায় ২৫০টি দরিদ্র পরিবার গত ৪০ বছর ধরে এখানে বসবাস করছে। জোয়ার-ভাটায় আমাদের বাড়িঘর ও জমি তলিয়ে যায়। গত বছরের অক্টোবর থেকে আমরা মানববন্ধন করে টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়ে আসছি। আজ ভেলায় ভেসে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আবারও এ দাবি পুনর্ব্যক্ত করছি। দাবি না মানা হলে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বরিশাল বিভাগীয় কার্যালয়ে প্রতিবাদ জানাব।”
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহীন মোল্লা বলেন, “আমাদের প্রায় ২০০ একর তিন ফসলী জমি পানিতে তলিয়ে থাকে, ফলে একটি ফসলও চাষ করতে পারি না। আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি। টেকসই বেড়িবাঁধ এখন আমাদের জন্য অত্যন্ত জরুরি।”
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম ভূঁইয়া বলেন, “ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে।”
Comments