
নেত্রকোনার কলমাকান্দায় বাকি চাওয়ায় পুলিনুজ দারিং (৪০) নামের এক দোকানদার যুবককে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ফুটবল খেলার মাঠের পাশে পুলিনুজের চায়ের দোকান এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত পুলিনুজ উপজেলার খারনৈই গ্রামের কালাডি দারিং এর ছেলে।
অভিযুক্তের আইয়ুব মারাক (৫০) উপজেলার খারনৈই ইউনিয়নের গোবিন্দপুর মৃত খেলন রেমার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার খারনৈই গ্রামের পুলিনুজ দারিং গোবিন্দপুর খেলার মাঠের পাশে চায়ের দোকানের ব্যবসা করেন। এদিকে গোবিন্দপুর গ্রামের আইয়ুব মারাক তার দোকানে চা খাওয়ার সহ বিভিন্ন সদায়পাতি নিতেন। সেই সুবাদে আইয়ুব মারাক এর কাছে দোকান বাকির টাকা পান পুলিনুজ। মঙ্গলবার দুপুরে দোকান বাকি টাকার তাগাদা দেন তাকে। এ সময় আইয়ুব মারাক দোকানদারের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আইয়ুব মারাক ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ছুরি নিয়ে এসে দোকানদারকে আঘাত করেন। পরে স্থানীয়রা পুলিশকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অভিযুক্ত আইয়ুব মারাককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান নিহত পুলিনুজের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।আগামীকাল ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত আইয়ুব মারাককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments