
লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।
পুলিশ জানায়, ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। শহীদার তাকে সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেন। পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের সঙ্গে রফিকুল ইসলামের পরিচয় হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ওই দুই ভুয়া মেজর।
কথামতো, ৭ দিন আগে সাজু আহমেদ ও মাসুম রফিকুলের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। আজ মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে তারা রফিকুলের বাড়িতে আসে। এ সময় সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় লোকজন ওই দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সেনাবাহিনীর দুই ভুয়া মেজরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Comments