Image description

কুমিল্লায় ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও একজন। আহত একজন কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (২ জুলাই) দুপুর আনুমানিক ১২টার  দিকে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কের লালমাই ফয়েজগন্জ পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে ক্রসিং থানার পুলিশ-পরিদর্শক আদেল আকবর। তিনি বলেন, মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে মিনি সবজির ট্রাক পালিয়ে যায়।

সুমন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দুইজন আরোহী একটি মোটরসাইকেল করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এবং নোয়াখালী থেকে আসা কুমিল্লামুখী একটি মিনি ট্রাকের নিচে  মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়।

মিনি ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মিনি ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশকে খবর দেয়,পরবর্তীতে হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেন। ঘটনাস্থলে জগৎপুর গ্রামের নাজমুল (৩৫) নিহত হন এবং অপর আহত সিয়ামকে (২৬) কুমিল্লা নগরীর পিপলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।