
ফরিদপুরের মধুখালীতে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবনে বজ্রপাতের ঘটনা ঘটে এতে ৫ শিক্ষার্থী আহত হয়। এরা হলেন সুরাইয়া আফরিন (১৪), লিজা খাতুন (১৩), সুরাইয়া খাতুন (১৩ ), লিজা খাতুন (১৩), মোঃ তৈয়বুর শেখ (১২), তমা সুলতানা। সকলেই ৭ম শ্রেনীর শিক্ষার্থী।
এ ব্যাপারে গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহাব মোল্লা জানান, আমার স্কুলের পাঁচ জন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আহত হয়েছে এদের মধ্যে ৪ জন মেয়ে ও ১ জন ছেলে, এরা হলেন- সুরাইয়া আফরিন গুরুতর হওয়ায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৪ শিক্ষার্থী মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিদ্যালয় ভবনের একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুটি মেহেগুনী গাছ বজ্রপাতে ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেই শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করি, আমি সার্বক্ষণিক শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছি।
এ ব্যাপারে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাজির হোসেন মৃধা বলেন, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল ১৫ মে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বজ্রপাতে পাঁচ জন শিক্ষার্থী আহত হয় এদেকে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল স্যারের নেতৃত্বে শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে মধুখালীতে বিভিন্ন জায়গায় বহু গাছপালা ও ঘরবাড়ি বজ্রপাতে বিধ্বস্ত হয়। উপজেলার রায়পুর ইউনিয়নের তেলিকান্দী গ্রামের ছিরু শেখের বাড়িতে বজ্রপাতে একটি গাছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে প্রায় ৬০ থেকে ৭০ ফিট দূরে গিয়ে পড়ে এবং গাছটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেন।
বাড়ির মালিক মোঃ ছিরু শেখ জানান বৃষ্টির মাঝেই ওই গাছের উপর বজ্রপাত বর্ষণ হয় তখন গাছটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পাশেই ছিল গরুর ঘর, গরুর ঘরের প্রায় ১৫ থেকে ২০ ফিট দূরে আকাশী জাতের একটি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে।
পাশের গ্রামের মোঃ এনায়েত মোল্যার বাড়িতে একটি তাল গাছ ও একটি মেহেগূনী গাছ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। একই গ্রামের মোঃ মনির হোসেন মৌলিকের বড় একটি রেন্ডি গাছ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়াও দিঘলিয়া পিকনিক স্পটে মেহেগুনি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে পিকনিক স্পটে মেহেবুনি গাছ বজ্রপাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামে বজ্রপাতে একটি নারিকেল গিছে আগুন লাগে যায়।
Comments