
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা, কোরআন খতম এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মোনাজাত করা হয়।
কেন্দুয়া, নেত্রকোণা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নেত্রকোণা জেলা ওলামা দলের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান কাদেরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সুমন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, চিরাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খান (জরিপ), নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান (শান্তি), উপজেলা ছাত্রদল নেতা তৌফিকুল হক শিবলী, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাজন খান জয় এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
আনোয়ারা, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রাম করে গেছেন। তিনি এখন অসুস্থ, আমরা তার সুস্থতার জন্য দোয়া করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদ ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম ইমতিয়াজ করিম পেন্টু, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, কৃষকদলের যুগ্ম আহবায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, মিজান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার পাশাপাশি তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
চরফ্যাশন, ভোলা
ভোলার চরফ্যাশনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার পক্ষ থেকে মসজিদে মসজিদে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দুলার হাট এতিমখানায় কোরআন খতম শেষে বিশেষ দোয়া মুনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলাল হাট থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ আহমেদ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মাওলানা সালাউদ্দিন, শাহাবুদ্দিন গাছীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সরিষাবাড়ী, জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আরামনগরস্থ ঢাকা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ। তিনি দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সদস্য লাভিব উদ্দিন তালুকদার লিটন, প্রভাষক খায়রুল আলম শ্যামল, অধ্যাপক আমিমুল এহছান শাহীন প্রমুখ।
সদরপুর, ফরিদপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রবাসীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমাদের সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে হিমশিম খায়। আমি চাই তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াক। গবাদিপশু পালন ও এই আর্থিক সহায়তা তাদের জীবনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শিবগঞ্জ, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুমা বরকতিয়া জামে মসজিদে প্রধান দোয়া ও মিলাদ মাহফিল এবং সকালে বরকতিয়া এতিমখানায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুমা উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।
প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রয়েছে। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল মোস্তফা আমিন, এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু, সব্বির আহমদ, রাশেদুল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
বাগেরহাট
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতা উদ্যানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, এম এ সালাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাঁর সুস্থতা ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং তবারক বিতরণ করা হয়।
ফুলবাড়ী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড অফিসের সভাকক্ষে উপজেলা বিএনপির আয়োজনে তাঁর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মনছেফ আলী।
মাদারগঞ্জ, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল। এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকুসহ ওলামা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেশবপুর, যশোর
যশোরের কেশবপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ, সহ-সভাপতি বাবুর আলী গাজী, মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলমশাহ পাড়া বায়তুল রহমত জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৫টায় এই দোয়া মাহফিলে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হাসানের সভাপতিত্বে এবং লালানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম খোকন, উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি ও উত্তর জেলা জিসাসের যুগ্ম সম্পাদক এম. মতিন, মো. রোকন, মো. মালেক শাহ, সিরাজুল ইসলাম, নুরুল আলম, আইয়ুব খান, দিদারুল আলম ও মো. আহাদ।
অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মজিবুর রহমান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
Comments