Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো সংস্কারই সফল হবে না। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

গুম কমিশনের কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ার কথাও উল্লেখ করেন বিএনপি নেতা। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের চেষ্টা করা হবে।

মির্জা ফখরুল আরো বলেন, সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য আবাসভূমি তৈরি করতে হবে।