
রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার একটি বাসা থেকে মো. রাগিব নূর নোহান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল নূরের। তার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে নূর।
আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নূরকে মৃত ঘোষণা করেন।
রাগিব নূর নোহান বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালি গ্রামের মেহেবুর রহমানের ছেলে। তিনি বিয়াম মডেল স্কুলের অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
Comments