Image description

'জুলাই বিক্রি হয়ে গেছে' বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক আবু ত্ব-হা আদনান। মঙ্গলবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্যে তিনি জুলাই মাসের 'মাজলুমদের প্রতি পূর্ণ সমর্থন' রেখে তার 'আফসোস' প্রকাশ করেন।

আবু ত্ব-হা আদনান তার পোস্টে আরও বলেন, 'তবুও আমরা আশা রাখি, আবারও সেই নিভে যাওয়া মৃত ছাইগুলো আলো হয়ে জ্বলে উঠবে এই শহীদি বাংলায়! মিথ্যে কোনো মরিচিকা রুপে নয়, ইনসাফের তৃষ্ণায় এক মৃতপ্রায় জাতির হৃদয়ের স্পন্দন হয়ে।' তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।