
টাইগার শ্রফ অভিনীত ‘বাগি’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘বাগি ৪’ মুক্তির আগে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবির বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, নগ্নতাসহ মাত্রাতিরিক্ত সহিংসতার কারণে ছবিটির ২৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে।
সিবিএফসি ছবিটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদ দিয়েছে, তবে তার আগে বেশ কিছু পরিবর্তন আনতে বলা হয়েছে-
নগ্নতা ও সহিংসতা: ছবিতে একটি নগ্ন দৃশ্য সামনে থেকে দেখানো হয়েছিল, সেটি পরিবর্তন করা হয়েছে। এছাড়াও, অতিরিক্ত রক্তারক্তি ও খুনোখুনির কয়েকটি দৃশ্যে আপত্তি জানায় সেন্সর বোর্ড।
ধর্মীয় ভাবাবেগ: যিশুখ্রিষ্টের মূর্তির ওপর ছুরি চালানোর দৃশ্য এবং পূজার প্রদীপ থেকে সিগারেট জ্বালানোর দৃশ্য বাদ দেওয়া হয়েছে।
অন্যান্য: একটি দৃশ্যে কফিন বাক্সের ওপর দাঁড়িয়ে থাকা এক চরিত্রের দৃশ্য সম্পূর্ণভাবে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সম্পর্কিত একটি সংলাপ থেকেও একটি শব্দ বাদ দেওয়া হয়েছে।
এই ২৩টি বদল আনার পরেই ছবিটি মুক্তির ছাড়পত্র পায়।
ছবির মুক্তির আগে এর কয়েকটি গান বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে ‘হুসন’ গানটিতে হরনাজ সন্ধুর নাচ অনেকের নজর কেড়েছে। অনেকে এই গানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’ গানের তুলনা করেছেন।
‘বাগি ৪’ ছবিতে টাইগার শ্রফ ও হরনাজ ছাড়াও সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্ত অভিনয় করেছেন। ছবিতে খলনায়কের ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত।
Comments