
ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। মোহনীয় হাসির এ অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এলো বড় বাঁক। জন্মদিনে মিলল না ভালোবাসার চিঠি, বরং এলো আলাদা হয়ে যাওয়ার ঘোষণা।
মঙ্গলবার, ১ জুলাই সুস্মিতার জন্মদিনে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তাঁর স্বামী সব্যসাচী চক্রবর্তী। শুভেচ্ছার পরেই তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দুই তরফে মিলল না, মন খারাপ দুই তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’
পোস্টে বিচ্ছেদ নিয়ে বাইরে থেকে নাক না গলানোর আহ্বানও জানান সব্যসাচী। লেখেন, ‘বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দুই তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু’তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু’জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ।’
বিষয়টি নিয়ে পরে ভারতীয় একটি গণমাধ্যমের কাছে মুখ খোলেন সুস্মিতা রায়। তবে তাঁর কণ্ঠে ছিল পরিণত মানসিকতার ছাপ। বললেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দু’জনে মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সকলকে বলতে চাই। আমি কারও দিকে আঙুল তোলা বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারও প্রতি কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দুজন দুজনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’
Comments