Image description

চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে জটিলতা যেন কাটছেই না। গত বছরের শেষ দিকে (২৮ ডিসেম্বর, ২০২৪) নির্বাচন হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি ও ২৬ এপ্রিল নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে তা অনুষ্ঠিত হয়নি। সবশেষ, আগামীকাল (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার কারণে তা আবারও স্থগিত হলো।

পরিচালক বদিউল আলম খোকনের রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করে। এর আগে, বিএফডিসিতে নির্বাচনের অনুমতি মিললেও অজানা কারণে তা অনুষ্ঠিত হয়নি।

এই নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র পরিচালকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। একটি পক্ষ বলছে, বিএফডিসি কেপিআইভুক্ত এলাকা হওয়ায় সেখানে নির্বাচনের অনুমতি পাওয়া যাবে না। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচালক দাবি করছেন, দুটি প্যানেলেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত পরিচালকরা থাকায় একটি পক্ষ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

দুই বছর মেয়াদের এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। শাহীন সুমন ও শাহীন কবির টুটুল একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দিন সাফি অপর প্যানেলের নেতৃত্বে রয়েছেন। উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটির মেয়াদ চার মাস আগেই শেষ হয়েছে।