
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত। রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফারুকী কক্সবাজারে একটি ওয়ার্কশপে যোগ দেওয়ার সময় অতিরিক্ত কাজের চাপের কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
মন্ত্রণালয় আরও জানায়, রোববার বিকেল ৩টায় হাসপাতালে একটি মেডিকেল বোর্ড বসবে। সেই বোর্ড মিটিংয়ের পরই ফারুকীর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা জানানো হবে। মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ফারুকী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়েছিলেন। সেখানে শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়।
Comments