
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল রাতে তার পরিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। কিন্তু ভুলে মোবাইল ফোনটি বাসায় রেখে যান। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসেও যাননি।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, পুলিশ বিভুরঞ্জন সরকারকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে দেশের সব থানায় তার নিখোঁজের বিষয়ে বেতার বার্তা পাঠানো হয়েছে।
Comments