
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শনিবার পর্তুগাল তাদের প্রথম ম্যাচে আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে। এই জয়ে বড় অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স, দুজনেই করেছেন দুটি করে গোল।
'এফ' গ্রুপের এই ম্যাচে পর্তুগাল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ম্যাচের দশম মিনিটেই জোয়াও ফেলিক্স গোল করে দলকে এগিয়ে নেন। এর পর ২১তম মিনিটে রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল জাতীয় দলের হয়ে তার টানা চতুর্থ ম্যাচে গোল। বিরতির আগেই জোয়াও ক্যানসেলো একটি গোল করে স্কোর ৩-০ করেন। বিরতির পর রোনালদো আরও একটি দর্শনীয় গোল করে দলকে ৪-০ তে এগিয়ে নেন। ম্যাচের ৬১তম মিনিটে জোয়াও ফেলিক্স নিজের দ্বিতীয় গোল করে দলের ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।
এই দুটি গোলের মাধ্যমে রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা দাঁড়াল ১৪০ এবং বিশ্বকাপ বাছাইপর্বে গোল সংখ্যা ৩৮। আর মাত্র একটি গোল করলে তিনি গুয়েতেমালার কার্লোস রুইজের ৩৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন।
দিনের আরেক ম্যাচে ইংল্যান্ড অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে তারা 'কে' গ্রুপের শীর্ষে রয়েছে। ইংল্যান্ডের হয়ে গোল করেন ডেকলান রাইস এবং অ্যান্ডোরার একজন ডিফেন্ডারের আত্মঘাতী গোলে। এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অপরাজিত থাকার ধারা ৩৫ ম্যাচে পৌঁছাল। তাদের সর্বশেষ হার ছিল ২০০৯ সালের অক্টোবরে ইউক্রেনের বিপক্ষে।
Comments