
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপা হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে এই ড্রয়ের পর বাংলাদেশের শিরোপা ভাগ্য এখন ভারতের ওপর নির্ভরশীল।
ম্যাচের শুরুতেই দুর্দান্ত খেলছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটেই ভুটান গোলরক্ষকের ভুলে বল পেয়ে পূর্ণিমা মারমা জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর সুরভী আকন্দ প্রীতি আরও দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। একবার তার শট ভুটান গোলরক্ষক কেলজাং ওয়াংমো ফিরিয়ে দেন এবং আরেকবার শট ক্রসবারে লেগে ফিরে আসে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চোরতেন জাংমোর গোলে ভুটান সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল করার জন্য অনেক চেষ্টা করেও ভুটানের রক্ষণভাগ ভাঙতে পারেনি।
এই ড্রয়ের পর বাংলাদেশ ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে, ভারত ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আজ নেপালকে হারালেই ভারত আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করবে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হবে।
Comments