Image description

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই ফরম্যাটে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

ইনিংসের ১৫তম ওভারে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সাকিব এই অনন্য কীর্তি অর্জন করেন। তিনি বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করলেও, ৭ হাজার রান ও ৫০০ উইকেট - এই দুটি রেকর্ড একসঙ্গে গড়া প্রথম এবং একমাত্র ক্রিকেটার তিনিই।

এই ম্যাচে সাকিব বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন, ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ব্যাট হাতেও তিনি ছিলেন কার্যকর, ১৮ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেটে জয় লাভ করে। ব্যাট-বলে সমান অবদান রেখে সাকিব ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন।