Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মৃত ওই সাংবাদিকের নাম তরিকুল ইসলাম শিবলী (৪০)। তিনি চ্যানেল এস-এর যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় শিবলী অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

চ্যানেল এস-এর যুগ্ম বার্তা সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর জানান, তাদের সহকর্মী ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।