
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির ভোট চোর’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘প্রশাসন ভোট চোর’ ইত্যাদি স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
মিছিলটি সন্ধ্যা ৭টার পর টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে রেজিস্ট্রার ভবনের দিকে অগ্রসর হয়। ছাত্রদলের অভিযোগ, ভোট গণনার সময় তাদের প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ছাত্রশিবিরের নেতারা ভেতরে অবস্থান করছেন। এর প্রতিবাদে তারা বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়ে ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু সেখানেও বাধার সম্মুখীন হন। পরে তারা আবার মিছিল নিয়ে টিএসসিতে ফিরে আসেন। এ সময় হইচইয়ের কারণে টিএসসি কেন্দ্রে ভোট গণনা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রোকেয়া হল ও অমর একুশে হলে ব্যালট পেপারে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল। তিনি বলেন, “এ ধরনের ঘটনা আরও বেশি হতে পারে। আমরা জানি না কত ব্যালটে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট বাক্স ভরা হয়েছে।”
ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে শিক্ষার্থীরা তাদের রায় দেন। বিকাল ৫টার পর ৮টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়, যা ১৪টি মেশিনে গণনা করা হচ্ছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে এ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
Comments