
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই ত্রাণের আশায় জড়ো হওয়া সাধারণ মানুষ। বুধবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজাবাসীকে দক্ষিণে চলে যাওয়ার হুঁশিয়ারি দিলেও সেখানেও হামলা চালানো হচ্ছে। দক্ষিণ গাজায় ত্রাণের জন্য জড়ো হওয়া ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার বন্দর এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ড্রোন হামলায় দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
যুদ্ধবিমানগুলো বিভিন্ন আবাসিক ভবন, আল-মুখাবারাত এলাকার চারটি বাড়ি এবং গাজা সিটির জিদান ভবনেও হামলা চালায়। দেইর আল-বালাহর তালবানি এলাকায় আরেকটি বাড়ি ধ্বংস করা হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি আল-মাওয়াসিকে “ক্ষুধার্ত ও হতাশ ফিলিস্তিনিদের বিশাল ক্যাম্প” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, গাজায় কোথাও নিরাপদ নয়, এমনকি তথাকথিত 'মানবিক অঞ্চলেও' নয়।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় পাঁচটি উঁচু ভবন ধ্বংস হওয়ায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ৩৫০টিরও বেশি তাঁবু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যার ফলে প্রায় ৭ হাজার ৬০০ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ হাজার শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।
Comments