
রাজধানীর মালিবাগে ধূমপানে বাধা দেওয়ার জেরে সোহাগ পরিবহনের কাউন্টার ও বাস মালিকের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সংঘটিত এ ঘটনায় বাস মালিক আলী হাসান পলাশ তালুকদার, তাদের গাড়িচালক, দারোয়ান ও কাউন্টারের কর্মচারীরা আহত হয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাশ তালুকদারের বাসার সামনে কয়েকজন ধূমপান করছিলেন। দারোয়ান তাদের সরে যেতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পলাশ তালুকদার ঘটনাস্থলে পৌঁছলে তার সঙ্গেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে অর্ধশতাধিক ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এসে বাস মালিক, তাদের কর্মচারী ও কাউন্টারে হামলা চালায়। হামলাকারীরা পলাশের বাসার গেইট ভাঙার চেষ্টা করে এবং কাউন্টারে ভাঙচুর করে।
সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক তালুকদার সোহেল জানান, “কাউন্টারের সামনে কয়েকজন সিগারেট খাচ্ছিল। আমাদের একজন কর্মী তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে তর্কাতর্কি শুরু হয়। পরে তারা আরও লোকজন নিয়ে এসে কাউন্টার ও আমার ছোট ভাই পলাশের ওপর হামলা করে। বাসায় ভাঙচুর করা হয়, আমাদের স্টাফদের কুপানো হয়।”
পলাশের ভাই মাজেদুল হক নাদিম বলেন, “রাত সাড়ে ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার ভাই, গাড়িচালক ও কর্মচারীরা আহত হয়েছেন।”
ডিএমপির সহকারী কমিশনার (রমনা জোন) মাজহারুল ইসলাম জানান, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মামলা দায়ের হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, হামলাকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সোহাগ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
Comments