Image description

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর গত আসরে একটি বিতর্কিত আউটের ঘটনায় ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পাওয়ায় ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিট (আকু)। এই সুপারিশে তাকে মাঠের সব ধরণের খেলা থেকে নিষিদ্ধ করতে বলা হয়েছে।

এই বিতর্কিত ঘটনাটি ঘটেছিল গত ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে। শাইনপুকুর দল যখন জয় থেকে মাত্র ৬ রান দূরে, তখন সাব্বির এমন অস্বাভাবিকভাবে স্টাম্পিং আউট হন যা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়। টিভি ফুটেজে দেখা যায়, উইকেটরক্ষক স্টাম্প ভাঙার আগ মুহূর্তে তিনি ব্যাট লাইনের ভেতর ঢুকিয়েও আবার দ্রুত বের করে নেন, যার ফলে তিনি আউট হন। এরপর শাইনপুকুর ম্যাচটি হেরে যায়।

এই ঘটনার পর বিসিবির আকু তদন্ত শুরু করে এবং দীর্ঘ অনুসন্ধান শেষে ফিক্সিংয়ের প্রমাণ পায়। আকু শুধু সাব্বিরের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেই থামেনি, বরং দেশের ক্রিকেটে দুর্নীতি রোধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো: ড্রেসিং রুমে যোগাযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অ্যান্টি-করাপশন পর্যবেক্ষক নিয়োগ এবং বেটিং মার্কেটের রিয়েল-টাইম পর্যবেক্ষণ।