Image description

ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। তার অভিষেকের দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি-জর্ডি আলবারা। আর এদিনই মেসির জোড়া অ্যাসিস্টে রোমাঞ্চকর জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ক্লাব অ্যাটলাসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যেখানে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানের জয় পেয়েছে স্বাগতিকরা। মেসির অ্যাসিস্টে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। আর অ্যাটলাসের হয়ে একমাত্র গোলটি আসে রিভালদো লোজানোর পা থেকে।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে অভিষেকটা ভালোই হয়েছে ডি পলের। সার্জিও বুসকেটস, জর্ডি আলবার সঙ্গে তার রসায়ন যে দলকে মাঝমাঠের চাপ থেকে অনেকটাই মুক্ত রাখবে সেই আভাস মিলেছে। যদিও ম্যাচের প্রথমার্ধে স্কোর ছিল গোলশূন্য। লুইস সুয়ারেজের একটি শট পোস্টে এবং দুটি ভালো সেভ করেছেন অ্যাটলাস গোলরক্ষক।

প্রথমার্ধের বিরতির পর ম্যাচের ডেডলক ভাঙে ৬০ মিনিটে। বুসকেটস ও মেসি হয়ে আটলাসের বক্সে বল পেয়ে যান সেগোভিয়া। সুযোগ পেয়ে এক স্পর্শে বল জালে জড়াতে ভুল করেননি ভেনেজুয়েলার এই মিডফিল্ডার। ৮০ মিনিটে মায়ামির বক্সে বল পেয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে অ্যাটলাসকে সমতায় ফেরান রিভালদো লোজানো।

এরপর নির্ধারিত আর কোনো গোল না হলে ম্যাচ ড্রয়ের পথেই ছিল। তবে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ফের ত্রাতার ভূমিকায় হাজির হন মেসি। ডি বক্সে ঢুকে তিনি বল বাড়ান মার্সেলো ভাইগান্টের কাছে। এই ডিফেন্ডার দ্রুতগতির শটে দুই ম্যাচ পর মায়ামির জয় নিশ্চিত করেন। যাতে লিগ কাপের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে মায়ামি।