
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের বহু প্রতীক্ষিত লড়াই বাতিল হওয়ার পর এবার সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও ফের অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে।
কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ায় পাকিস্তানের ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার নিরাপত্তার কারণে ম্যাচ খেলতে অস্বীকার করেন। এর মধ্যে সবচেয়ে কড়া অবস্থান নেন শিখর ধাওয়ান, যিনি সামাজিক মাধ্যমে জানিয়ে দেন যে তিনি পাকিস্তানের বিপক্ষে খেলবেন না এবং সেই সিদ্ধান্তের পক্ষে আয়োজকদের কাছে চিঠিও পাঠান। এরপরই আয়োজক কমিটি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়। এই সেমিফাইনাল ম্যাচটিও একই ধরনের কারণে বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশাজনক।
এই ম্যাচ বাতিল হওয়ায় উভয় দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়, যদিও পাকিস্তান এতে আপত্তি জানায়। তাদের দাবি ছিল, ভারতের সিদ্ধান্তে ম্যাচ বাতিল হওয়ায় পূর্ণ পয়েন্ট তাদেরই প্রাপ্য।
গ্রুপ পর্ব শেষে চার ম্যাচে জয়লাভ করে শীর্ষে পাকিস্তান এবং মাত্র একটি ম্যাচে জয় পাওয়া ভারত চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে ওঠে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম ও চতুর্থ স্থানের দল খেলবে সেমিফাইনালে, ফলে ফের মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের।
তবে সেই ম্যাচ নিয়েই এবার নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের একটি স্পন্সর প্রতিষ্ঠান ইতোমধ্যেই এই ম্যাচে নিজেদের পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করেছে। এর ফলে আয়োজকরা নতুন করে চাপে পড়েছেন।
মাঠের বাইরের এই উত্তাপ দুই দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধেও রূপ নেয়। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি প্রকাশ্যে শিখর ধাওয়ানকে আক্রমণ করেন। অন্যদিকে, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানালেও ধাওয়ানের মতো প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া দেখাননি।
সব মিলিয়ে লিজেন্ডদের এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ এবারও অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সাবেকদের লিগে এই দ্বৈরথ না হলেও, সামনেই রয়েছে এশিয়া কাপ। সেখানে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, ফলে একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকছেই।
Comments