
ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট 'ম্যাক্স সিক্সটি' শুরু হচ্ছে আজ থেকে। এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, এবং দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তাকে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে।
মায়ামি ব্লেজ ফ্র্যাঞ্চাইজি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে। এই টুর্নামেন্টে সাকিবের পারফরম্যান্স এবং নেতৃত্ব কেমন হয়, তা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন।
সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে ব্যাস্ত সময় পার করেছেন সাকিব। এই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।
গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।
তবে পরের তিন ম্যাচে বল হাতে গড়পড়তা পারফর্ম করেছেন সাকিব। তবে ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। প্রথম ম্যাচের পর আর রানের দেখা পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার।
Comments