
জয়ের জন্য শেষ ৬ ওভারে ৬০ রান দরকার ছিল সংযুক্ত আরব আমিরাতের। ঠিক যেন সিরিজের প্রথম টি-টোয়েন্টির প্রতিচ্ছবি। দুদিন আগে শারজার ওই ম্যাচে শেষ দিকে মোস্তাফিজুর রহমান-তানজিম হাসান সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে সমীকরণটা মেলাতে পারেনি আমিরাত। বাংলাদেশের ১৯১ রান তাড়ায় আমিরাত আটকে গিয়েছিল ১৬৪ রানে।
ওই ম্যাচে না পারলেও গতকাল সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঠিকই সমীকরণ মিলিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার লক্ষ্যটা আরও বড় ছিল। কিন্তু আমিরাত জিতেছে ইতিহাস গড়ে। বাংলাদেশের ২০৫ রান পেরিয়ে গেছে ইনিংসের ১ বল আর ২ উইকেট হাতে রেখে। শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথম জিতল দলটি।
টি-টোয়েন্টিতে এর আগে কখনোই ১৭৯ রানের বেশি তাড়া করে জিততে পারেনি আমিরাত। সে দলটাই এবার জিতল দুই শ-র বেশি তাড়া করে। আমিরাতের নিজেদের রেকর্ড তো বটেই, টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সহযোগী দেশের রান তাড়া করে জয়ের রেকর্ডও এখন এটাই।
তাতে দুই ম্যাচ থেকে মাঝপথে তিন ম্যাচে রূপ নেওয়া সিরিজ এখন ১-১ সমতায়। আগামীকাল বুধবার শারজায় হবে দুদলের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি।
Comments