
সিলেট টেস্টের হতাশা ঝেড়ে ফেলে চট্টগ্রামে দুর্দান্ত প্রত্যাবর্তন করলো বাংলাদেশ। বুধবার সাগরিকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো টাইগাররা।
প্রথম ইনিংসে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ইনিংস মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৪৪ রানের পাহাড় গড়ে তোলে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং – তিন বিভাগেই আধিপত্য বিস্তার করে জিম্বাবুয়েকে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা। সিলেট টেস্টের হারের জ্বালা চট্টগ্রামে যেন দ্বিগুণ উদ্যমে ফিরিয়ে দিলো টাইগাররা।
Comments