
চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। তবে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। সিরিজের শেষ টেস্টে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সিরিজ বাঁচানোর এই টেস্টে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন এসেছে, যা প্রত্যাশিতই ছিল। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে ফর্মে থাকা এনামুল হক বিজয়কে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। চট্টগ্রামের এই টেস্টে অবশেষে জায়গা পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার।
এছাড়া, সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ তানজিম হাসান সাকিবকে প্রথমবারের মতো টেস্ট দলে নেওয়া হয়েছে। এই টেস্টে তার অভিষেক হবে। আর স্পিন বিভাগে বাংলাদেশ দলে এসেছেন নাইম হাসান, যিনি নতুন অস্ত্র হিসেবে মাঠে নামবেন।
এখন পুরো টেস্টের মনোযোগ থাকবে বাংলাদেশের উপর, বিশেষত সিরিজে টিকে থাকার জন্য তাদের পারফরম্যান্স কতটা শক্তিশালী হয়, তা দেখার বিষয়।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
Comments