Image description

দেশে অনলাইন বেটিংয়ের প্রসার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি জানিয়েছেন, বেটিংয়ের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং এর বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্টদের সহায়তা প্রদানকালে তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন,‘ অনলাইন বেটিং বেড়েছে। স্থানীয় পর্যায়েও এটা হচ্ছে। আমরা এটা রোধে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কথা বলেছি। জুয়া খেললে যে শাস্তি হয়, এ রকম শাস্তি এখানেও থাকবে। আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। বেটিংয়ের সঙ্গে জড়িত আর্থিক বিষয়গুলো কঠোর নজরদারির মধ্যে রয়েছে।’

এসময় দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদিদের বেটিংয়ে জড়িয়ে পড়া নিয়ে তিনি জানান,‘ 'ক্রীড়াবিদ বা ক্রীড়া সংশ্লিষ্টরা এটার সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। এ রকম নির্দেশনা আমাদের থাকবে। ফিক্সিং বৈশ্বিক সমস্যা। অনেক সময় প্রথম-তৃতীয় বিভাগে ফিক্সিংয়ের অভিযোগ আসে। বিভিন্ন দেশ উন্নত প্রযুক্তির মাধ্যমে ফিক্সিং চিহ্নিত করে। আমরাও সেটা অনুসরণ করে ফিক্সিং রোধ করার পরিকল্পনা করছি। আমাদের ক্রীড়া ফেডারেশন বাফুফে, বিসিবি ফিক্সিং প্রতিরোধে কাজ করছে ‘

এসময় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর বাংলাদেশ শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা নিয়েও কথা হয়। এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া জানান,‘ এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে।

বিভিন্ন জায়গায় শুটিং ফেডারেশনের অস্ত্র হামলা-লুটপাটের মাধ্যমে ছাত্র জনতার উপর ব্যবহার করা হয়েছে। আমরা এই বিষয়টি দেখছি কোন জায়গায় এবং কতটুকু হয়েছে। সেনসেটিভ ফেডারেশনে লিডারশিপের ব্যাপারে আমরা সতর্ক থাকব।'